
বিশেষ কিছু আচরণ বা বৈশিষ্ট্যের কারণে কিছু পুরুষকে মেয়েরা কখনোই পছন্দ করেন না। নিজেদের স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন ভাবলেও মেয়েরা কিন্তু তাঁদের এড়িয়ে চলেন। জেনে নিন, এসব বৈশিষ্ট্য আপনার মধ্যে আছে কি না।
- যেসব পুরুষ শিশুসুলভ আচরণ করে। যারা যেকোনো ছোট সমস্যায়ও নিজেরা সমাধান না করে মায়েদের পরামর্শে চলে।
- যারা প্রচুর ধূমপান ও মদ্যপান করেন।
- যাঁরা সবকিছুতেই সিদ্ধান্ত চাপিয়ে দেন।
- যাঁরা কখনোই অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন না।
- যাঁরা নিজেদের প্রেমিকা নিয়ে গর্ববোধ করেন না।
- যাঁরা প্রেমিকার অবস্থান মূল্যায়ন করতে পারেন না।
- গত্বাঁধা পোশাকেই যাঁরা মেয়েদের দেখতে চান।
- যাঁরা অর্থ ব্যয় করে নিজেদের ক্ষমতা দেখাতে চান এবং অন্যের ওপর প্রভাব খাটাতে চান।
- যাঁরা মেয়েদের সঙ্গে রাজনীতি, ব্যবসা ও খেলাধুলা নিয়ে আলোচনা করেন না। ভাবেন যে মেয়েরা কিছুই জানেন না।
- যাঁরা কখনোই কথা শোনেন না, শুধু বলেই যান।
BDsextips24 এর সাথে থাকুন।
Website থেকে টাকা ইনকাম করুন।